Saturday , May 15 2021

বাস্কেটবল তারকা কেইরি আরভিংয়ের ইসলাম গ্রহণ, রমজানে রাখছেন রোজা

মা’র্কিন বাস্কেটবল তারকা কেইরি আরভিং বলেছেন, রমজানে তিনি মু’সলিম সম্প্রদা’য়ের অংশ হিসেবেই রোজা রাখছেন।

শুক্রবার খেলা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার বিপুল মু’সলিম ভাই-বোনদের সাথে রমজানে অংশ নিচ্ছি। এটি সমন্বয়ের অংশ। আমি প্রকৃতই যা বলতে চাই, আল্লাহর প্রতি আমার দায়িত্বের প্রতিশ্রুতিতে যুক্ত থাকা এবং যে নির্দেশনাই আমি পাই না কেন, তাতে অব্যাহত চলা।’

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন বাস্কেটবল টুর্নামেন্টে ব্রুকলিন নেটসের হয়ে খেলা এই তারকা জানান, রমজানের রোজায় অংশ নিতে পেরে তিনি আ’নন্দিত ও কৃতজ্ঞ।

শুক্রবারের খেলায় ব্রকলিন নেটস বোস্টন চেলটিকসকে ১০৯-১০৪ পয়েন্টে হারায়। ম্যাচে আরভিং ১৫ পয়েন্ট স্কোর করেন।

২৯ বছর ব’য়সী এই খেলোয়ার ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে যুক্তরাষ্ট্রের স্বর্ণপদক জয়ী দলের সদস্য ছিলেন।

এছাড়াও ২০১৪ সালে স্পেনে অনুষ্ঠিত ফিবা বাস্কেটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি।