Saturday , May 15 2021

রমজান মাসে ইসলাম গ্রহন করলেন দক্ষিন আফ্রিকান ক্রিকেটার

দ,ক্ষিণ আফ্রি,কান জাতী,য় দলের ক্রি,কেটার বি,য়র্ন ফর,টুইন ইসলাম ধর্ম,গ্রহণ করেছেন। সম্প্র,তি তিনি ধ,র্ম পরি,বর্তন করেছেন। এ বিষ,য়ে ব্যক্তি,গত ইনস্টা,গ্রামে তিনি নিজে ব্যা,পারটি নি,শ্চিত করেছেন।

ধ,র্ম বদলে মুসলিম হওয়া,র পর নিজের নামও পরি,বর্তন করেছেন, নিজের নতুন নাম রেখেছেন ইমাদ। তার স্ত্রী অনেক আগে থেকে,ই ইসলাম ধর্মা,বলম্বী ছিলেন।

তবে তার এ সিদ্ধা,ন্তে তার স্ত্রী,র কো,নো হাত ছিল না। তিনি জানি,য়েছেন এ নিয়ে নিজ থে,কেই আ,গ্রহ সৃ,ষ্টি হয়েছিল তার।

ইসলাম গ্রহ,ণের পর ফর,টুইন বেশ কি,ছু ইনস্টা,গ্রাম স্টো,রি শেয়ার করেছেন। সেসব শেয়া,রে দেখা যায় তাকে অভি,নন্দন জানা,চ্ছেন ব,ন্ধুরা।

তেমনই এক,টা শে,য়ারে দেখা যায়, ‘গতকাল রাতে সে ইসলাম ধ,র্ম গ্র,হণ করেছে। আলহামদুলিল্লাহ, রমজান মাসে ঘটল এটা। সে তার নাম রেখেছে ইমাদ, তোমাকে নিয়ে আমার বেশ গ,র্ব হচ্ছে।’ তিনি আরেকটা স্ক্রিন,শটও পোষ্ট করেছেন, যাতে তাকে অভিন,ন্দন জানানো হয়েছে। সে ছবিটায় তি,নিও প্র,ত্যুত্তরে ধন্য,বাদ জানিয়েছেন।

২০১৯ সালে দক্ষিণ আফ্রি,কা দলে সু,যোগ পান তিনি। এরপর থেকে এক,টি ওয়ান,ডে ও সাত,টি টি-টোয়ে,ন্টির অভিজ্ঞতা ঝু,লিতে পুরেছেন। পাকি,স্তানের বি,পক্ষে সর্ব,শেষ সিরি,জেও মাঠে ছিলেন তিনি।