Friday , April 16 2021

আমি আমার সতীর্থদের কুরআন পড়াইঃ নারী ক্রিকেটার জাহানারা

কুরআন মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ। ইসলামী ইতিহাস অনুসারে দীর্ঘ তেইশ বছর ধরে খণ্ড খণ্ড অংশে হযরত মুহাম্মদ (সাঃ) এর নিকট অবতীর্ণ হয় পবিত্র কুরআন। একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদের কুরআন পড়া উচিৎ। যুগ যুগ ধরে বহু মানুষ কোরআনের সেবা করে যাচ্ছেন।

নতুন খবর হচ্ছে, নারী ক্রিকেটার জাহানারা জানালেন, দলের মধ্যে যাদের আগ্রহ আছে, তাদের সবাইকেই কুরআন তিলাওয়াত শেখান তিনি।

তার কথা, ‘আমি আসলে আমার সতীর্থদের কুরআন পড়াই। সিনিয়র-জুনিয়র যাদেরই আগ্রহ আছে, যারা ইচ্ছুক…, তাদের সবাইকেই পড়াই। আমি নিজে নিয়মিত কুরআন তিলাওয়াত করি। আমি চাই তারাও কুরআন পড়ুক, নামাজ পড়ুক পাঁচ ওয়াক্ত। এজন্য আরকি, আমি এটা করি।’