Friday , May 27 2022

করো’নায় আ’ক্রান্ত শ্রীলেখা মিত্র

টলিপাড়ায় ক্রমেই চওড়া হচ্ছে করো’নার থাবা। আ’ক্রান্ত একের পর এক অ’ভিনেতা-অ’ভিনেত্রী-পরিচালক-প্রযোজক। এবার সেই তালিকায় নয়া সংযোজন শ্রীলেখা মিত্র।

সোশ্যাল মিডিয়ায় মা’রণ ভাই’রাসের কবলে পড়ার কথা নিজেই জানালেন অ’ভিনেত্রী। এদিকে RT-PCR টেস্টের রিপোর্ট হাতে আসার পর ফেসবুকে আপডেট দিয়েছেন কমেডিয়ান মীরও।

শুক্রবার শ্রীলেখা প্রথমে নিজের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “আমা’র রিপোর্টের অ’পেক্ষায় রয়েছি। এরকম অ’পেক্ষা বোধহয় কোনও বয়ফ্রেন্ডের জন্যও করিনি।”

তার কিছু পরেই ফের পোস্ট করে জানান, তিনি কোভিড পজিটিভ। এরপর ফেসবুক লাইভও করেন অ’ভিনেত্রী।