

















সুদর্শনা অভিনেত্রী নিপুণ। ঢাকাই সিনেমায় একসময় চুটিয়ে কাজ করেছেন। শূন্য দশকে তার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। দেশের শীর্ষ জনপ্রিয় নায়কদের বিপরীতে নিয়মিত অভিনয় করেছেন নিপুণ। তবে গত কয়েক বছরে তাকে সেভাবে পাওয়া যায়নি। ব্যবসা নিয়েই ব্যস্ত এখন তিনি।






একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমার অবস্থা ভালো করতে পারবেন। তিনি যতদিন এফডিসিতে না আসবেন সিনেমার কোনো উন্নতি হবে না। তাই নির্বাচনে জয়ী হয়ে যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবো।”






শুক্রবার সন্ধ্যায় এমন কথা বলেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ।
তিনি বলেন, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আমার প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব।






কেন নির্বাচনে অংশ নিচ্ছেন জানতে চাইলে নিপুণ বলেন, করোনার শুরুতে খুব কাছে থেকে দেখেছি এই সেক্টরে অনেক সমস্যা আছে। সমিতিগুলোর মধ্যে দ্বন্দ্ব। এসব দ্বন্দ্ব দূর করতে নতুন নেতৃত্ব দরকার। সবাইকে কাজে ফেরাতে চাই।
নিপুণ বলেন, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরবের মতো তারকা শিল্পীরা সবাই আমরা একসাথে নির্বাচনে অংশ নিচ্ছি। প্রত্যেকে একেকজন আলাদা আলাদা ফিগার এবং যোগ্য।