Sunday , February 28 2021

হিন্দু স্ত্রীকে বোরখা পরে সবার সামনে নামাজ পড়তে বলেন শাহরুখ!

শুধু রিলের লাইফে নয়, রিয়েল লাইফেও একজন সফল মানুষ শাহরুখ খান। নব্বইয়ের দশকের শুরুতে ভালোবেসে ঘর বেঁ’ধেছিলেন হিন্দু ঘরের মেয়ে গৌরীর স’ঙ্গে। গত প্রায় তিন দশক এই দম্পতির একস’ঙ্গে পথচলা।

সুখের সংসারে ২৯তম বছরে পা দিয়ে স’ম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বৈবাহিক জীবনের নানা অজনা তথ্য তুলে ধ’রেন বলিউড বাদশা।

ওই সাক্ষাৎকারে স্ত্রীকে বোরখা পরতে ও নিজে’র নাম পাল্টে আয়েশা রাখার কথাও বলেছিলেন বলে জা’নান শাহরুখ।

সংসার জীবনের স্মৃ’তিচারণ করে ‘দেবদাস‘খ্যাত এই বলিউড অভিনেতা বলেন, ‘ভালোবাসার কোনও নিয়ম-কানুন আছে বলে আমা’র জা’না নেই। স্ত্রীর থেকেও বড় কথা, গৌরী আমা’র হৃদয়ের অংশ।

আমাদের বিয়ের অনুষ্ঠানের দিন বেশ মজার একটা স্মৃ’তি মনে আছে। পুরো বাড়ি মেহমানে ভরা ছিল। অনেকে পাঞ্জাব থেকে এসেছিলেন। আমি খেয়াল করলাম, সবার মাঝে কেমন যেন একটা কৌতুহল। অনেক দেখলাম কথা বলছিল, গৌরী কি হিন্দু না মুসলিম- এটা নিয়ে।’

শাহরুখ খান বলেন, ‘তখন আমি গৌরীকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি বোরখা পরে ও নামাজ প’ড়ে সবার সামনে দেখাও। আর তোমা’র নাম পরিবর্তন করে আয়েশা রাখো’। যদিও আমা’র সেই কথায় বাড়ির সবাই বেশ অ’বাক হয়ে গিয়েছিল। কারণ আমা’র বাড়ির মানুষ জানতো, ধ’র্মীয় ব্যাপারে আমি সব ধ’র্মকে সমান শ্রদ্ধা করি।

বিয়ের দিনের সেই ঘ’টনার অনেক বছর পর গৌরীও একবার ‘কফি উইথ করণ’ শো’তে এসে জা’নিয়েছিলেন, সেই ঘ’টনার পর কখনোই ধ’র্মীয় বিষয়ে শাহরুখ তাকে কোনও চা’প দেননি। অনেক দূ’র-দূ’রান্ত থেকে আত্মীয়-স্বজন এসেছিল, সেজন্যই হয়তো বিয়ের দিন শাহরুখ তাকে বোরখা পরতে ও নামাজ পড়তে বলেছিলেন।

শাহরুখের মতো একজন সুপার হিরোকে নিজে’র আঁচলে প্রায় ৩০ বছর ধ’রে বেঁধে রাখাও সহজ কথা নয়। স্ত্রী হিসেবে গৌরী সেটি পেরেছেন। বহু সু’ন্দরীর নজর থেকে স্বামীকে আগলে রেখেছেন বছরের পর বছর।

গৌরী বলেন, ‘শাহরুখ কখনোই ধ’র্ম নিয়ে আমাকে চা’প দেয়নি। আমাদের বড় ছেলে নিজেকে মুসলমান হিসেবে দা’বি করে। আমাদের বাসায় ধ’র্মীয় বিষয়গুলো সহনশীলভাবে দেখা হয়।