Sunday , February 28 2021

ক্যান্সারে আক্রান্ত শিশুর চিকিৎসার সকল দায়িত্ব নিলেন রোনালদো

পর্তুগালের বছর সাতেকের এক ছোট্ট ফুটফুটে বালক থমাস। বয়সে ছোট হলেও জীবনে সমস্যার শেষ নেই এই শি’শুর। এই বয়সেই ম’রণব্যাধি ক্যান্সারের সাথে ল’ড়াই করে টিকে আছে সে।

সর্বপ্রথম ২০১৯ সালে ক্যান্সার ধ’রা পরে থমাসের শরীরে। এরপর থেকেই শি’শুটির চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো তার পরিবার। যে কারনে তার স্বাস্থ্যেরও বেশ খানিকটা উন্নতি হয়।কিন্তু ২০২০ সালে এসে পুনরায় সে অ’সুস্থ হয়ে পরে। কিন্তু এবার তার বাবা মা তার চিকিৎসার খরচ বহন করতে ব্যর্থ হয় এবং সাহায্যের জন্য আবেদন করে।

বিষয়টি রোনালদোর চোখ এড়ায়নি। থমাসের পরিস্থিতির শুনে সে তার চিকিৎসার পুরো খরচ বহনের সিদ্ধান্ত নেয় এবং এরপর থেকেই বার্সালোনার একটি হাসপাতা’লে তার চিকিৎসা শুরু হয়।